Archive for April 2012
পিসির নিরাপত্তায় সেফটি স্ক্যানার
কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের নিজস্ব নিরাপত্তা সফটওয়্যার রয়েছে। মাইক্রোসফট সেফটি স্ক্যানার (এমএসএস) নামের এ প্রোগ্রামটি নিরাপত্তার জন্য খুবই কার্যকর। এটি ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার ও ম্যালওয়্যারের মতো ক্ষতিকর প্রোগ্রামগুলো মুছে ফেলা যাবে। এমএসএস কম্পিউটার স্ক্যান করার পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। তবে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো কাজ করলেও এটি কোনো বিকল্প অ্যান্টিভাইরাস নয়। যদি কম্পিউটারে ব্যবহূত অ্যান্টিভাইরাসটি ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম দূর করতে না পারে, সে ক্ষেত্রে এই সেফটি স্ক্যানারটি ব্যবহার করতে পারেন। www.microsoft.com/security/scanner/en-us/default.aspx ঠিকানা থেকে নামিয়ে এটি কম্পিউটারে ইনস্টল করতে হবে। টুলটি দিয়ে তিনভাবে স্ক্যান করা যায়। যে পদ্ধতিতে স্ক্যান করতে চান, সেটি নির্বাচন করে দিলেই স্ক্যান শুরু হয়ে যাবে।

ফেসবুক টাইমলাইন চালু করবেন যেভাবে
ফেসবুকের ৮০০ মিলিয়ন ব্যবহারকারী এখন থেকে ফেসবুকের বহুল আলোচিত টাইমলাইন বৈশিষ্ট্যটির সুবিধা গ্রহণ করতে পারবেন। বেশ কিছুদিন আগেই ফেসবুক তাদের টাইমলাইন ফিচারটি চালু করেছিল। এটা ছিল তাদের বেটা ভার্সন। অনেক ডেভেলপার এতদিন টাইমলাইন ব্যবহার করছিলেন। কিছুদিন আগে ফেসবুক এটা সবার জন্য উন্মুক্ত করতে গিয়েছিল। তখন কিছু প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয় তারা। তাই সেটা আবারও পিছিয়ে যায়। এখন আবার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় ফিচারটি। আসুন দেখে নেয়া যাক কীভাবে আপনি আপনার টাইমলাইন চালু করবেন। টাইমলাইন অন করার মাধ্যমে অনেক ব্যবহারকারী তাদের অতীত থেকে ঘুরে আসার অভিজ্ঞতা অর্জন করবেন। বহুদিন আগে পোস্ট করা ছবি বা আপডেট তাদের নিয়ে যাবে ভুলে যাওয়া মাস বা বছরগুলোর কাছে। অবশ্যই শুধু যেগুলো ফেসবুকে সংরক্ষিত রয়েছে সেগুলোর মাধ্যমে। টাইমলাইন সুবিধা গ্রহণ করতে যা করবেন ফেসবুক অনুসন্ধান বক্সে লিখুন ‘টাইমলাইন’। ক্লিক করুন ‘ইন্ট্রোডিউসিং টাইমলাইন’। এবার এই পেজের নিচে থাকা ‘গেট টাইমলাইন’-এর ওপর ক্লিক করুন। আপনাকে এই মুহূর্তে এক সপ্তাহ সময় দেয়া হচ্ছে কোনো কিছু পরিবর্তনের জন্য, কোনো কিছু, ছবি বা বৈশিষ্ট্য যদি আপনি সবার কাছ থেকে আড়াল করতে চান, এটাই হবে সঠিক সময়।

কম্পিউটারের জন্য নিরাপত্তা প্রহরী নিযুক্ত করুন।
কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের নিজস্ব নিরাপত্তা সফটওয়্যার রয়েছে। মাইক্রোসফট সেফটি স্ক্যানার (এমএসএস) নামের এ প্রোগ্রামটি নিরাপত্তার জন্য খুবই কার্যকর। এটি ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার ও ম্যালওয়্যারের মতো ক্ষতিকর প্রোগ্রামগুলো মুছে ফেলা যাবে। এমএসএস কম্পিউটার স্ক্যান করার পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। তবে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো কাজ করলেও এটি কোনো বিকল্প অ্যান্টিভাইরাস নয়। যদি কম্পিউটারে ব্যবহূত অ্যান্টিভাইরাসটি ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম দূর করতে না পারে, সে ক্ষেত্রে এই সেফটি স্ক্যানারটি ব্যবহার করতে পারেন। www.microsoft.com/security/scanner/en-us/default.aspx ঠিকানা থেকে নামিয়ে এটি কম্পিউটারে ইনস্টল করতে হবে। টুলটি দিয়ে তিনভাবে স্ক্যান করা যায়। যে পদ্ধতিতে স্ক্যান করতে চান, সেটি নির্বাচন করে দিলেই স্ক্যান শুরু হয়ে যাবে।

আপনার কম্পিউটার এর মাদার বোর্ড হারিয়ে ফেলছেন? কোন চিন্তা নেই।
ভাইরাস বা অন্য কোনো সমস্যায় পড়ে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টলকরাটা নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায়, নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে, কিন্তু এরপর অতি দরকারি মাদারবোর্ডের চালক সফটওয়্যারের (ড্রাইভার) সিডিটি পাওয়া যাচ্ছে না।অর্থাৎ উইন্ডোজ ইনস্টলকরার পরে গ্রাফিকস, সাউন্ডকার্ড, ইন্টারনেট ইত্যাদি ইনস্টল করা দরকার, কিন্তু মাদারবোর্ডের সিডিটি আর খুঁজে পাচ্ছেন না। এখন কী করবেন? অনেক সময় দেখা যায়, কম্পিউটারের সঙ্গে ড্রাইভার সিডিটি পাননি, সে ক্ষেত্রেই বা কী করবেন? না, পাঠক, এমন সমস্যায় পড়লে ঘাবড়ানোর দরকার নেই। কারণ প্রায় সব মাদারবোর্ডের ড্রাইভার আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারেন ইন্টারনেট থেকে। এ জন্য www.drivers.com ওয়েবসাইটে গেলেই হবে। এখান থেকে আপনি আপনার মাদারবোর্ডের মডেল নম্বর দিয়ে সহজেই প্রয়োজনীয় ড্রাইভার নামিয়ে নিতে পারবেন বিনা মূল্যে।
